কিভাবে আপনার ফেসবুক পোস্টের লাইক সংখ্যা Hide করবেন।। Sukanta Tech
হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম।। এর মাঝে ফেসবুক একটি নতুন আপডেট নিয়ে এসেছে।। এখন দেখা যায় অনেকের পোস্টে রিয়েক্ট সংখ্যা Hide করা।। আজ আমরা দেখাবো কিভাবে আপনার পোস্টের রিয়েক্ট সংখ্যা Hide করবেন।
প্রথমে আপনার মোবাইল ফোনে থাকা Facebook Open করুন।।
০১) ফেসবুক Open করার পর Home ইস্কিন থেকে Three Dot মেনুতে ক্লিক করুন।
০২) Three Dot অপশানে ক্লিক করার পর সেটিংস এন্ড পাইবেসিতে অপশানে ক্লিক করুন।
০৩) সেটিংস এ ক্লিক করার পর Reaction Preference এ ক্লিক করুন।
০৪) ক্লিক করার পর On your post নামে একটা অপশান আছে ওটা অন করে দিন।
০৪) তখন অন্য কেউ আপনার পোস্টে কতটি রিয়েক্ট পড়ছে সেটা দেখতে পাবেন না।। তবে আপনি দেখতে পারবেন।
0 মন্তব্য
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন.