কিভাবে দেখবেন আপনার ফেসবুকে কে কে রিপোর্ট করেছে।। Sukanta Tech
হ্যালো, viewers
০১) প্রথমে আমার মোবাইলে থাকা ফেসবুক Open করুন।
০২) তারপর উপর সার্চ বক্সের পাশে থাকা Three Dot Menu তে ক্লিক করুন।
০৩) Menu তে একটা Support inbox নামে একটা অপশান পাবেন সেখানে ক্লিক করুন।
০৪) Support inbox এ ক্লিক করলে দুইটা অপশান পাবেন।
★ Reports About Others
★ your Violations
Reports About Others- এই অপশান ক্লিক করে আপনি কাকে কাকে রিপোর্ট করছেন সেটা দেখতে পাবেন।
your Violations- এই অপশান ক্লিক করে আপনাকে কে কে রিপোর্ট করেছে সেটা দেখতে পাবেন।
০৫) your Violations অপশানে ক্লিক করলে এই রকম কিছু লেখা আসবে। সেখানে দেখতে পারবেন কে এবং কোথায় রিপোর্ট খেয়েছেন।
0 মন্তব্য
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন.